সাহেব ভট্টাচার্যকে সাধারণত বড় পর্দায় দেখতেই অভ্যস্ত দর্শকরা। তবে ছোট পর্দাতেও সঞ্চালক হিসাবে কাজ করেছেন তিনি৷ তবে এবার আর সঞ্চালনা নয়। সিরিয়ালপাড়ার খবর, সাহেব এবার ছোট পর্দায় অভিনয় করবেন। হবেন সিরিয়ালের নায়ক৷ বিপরীতে থাকবেন অভিনেত্রী সুস্মিতা দে। সম্প্রতি একাধিক ওয়েব সিরিজে জমিয়ে অভিনয় করেছেন সাহেব। এবার তিনি ডেবিউ করবেন ছোটপর্দার অভিনয়ে।
Science Of Love: 'ভালবাসার তুমি কী জান'? ভালবাসলে নাকি জিনেও আসে বদল! বলছে আধুনিক গবেষণা
সাহেবের নতুন নায়িকা সুস্মিতা ছোট পর্দার বেশ চেনা মুখ। কয়েক মাস আগেই শেষ হয়েছে তাঁর শেষ কাজ 'পঞ্চমী'। সুস্মিতা অভিনীত দু'টি সিরিয়ালের কোনওই দীর্ঘদিন চলেনি৷ সাহেবের সঙ্গে তাঁর জুটি কতটা ক্লিক করে, সে দিকে নজর থাকবে সকলের।
সিরিয়াল পাড়ায় সম্প্রতি বেশ কিছু নতুন মুখ দেখা গিয়েছে৷ তাঁদের মধ্যে আছেন হেভিওয়েটরাও। 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর পরে নতুন সিরিয়ালে কাজ শুরু করেছেন অপরাজিতা আঢ্য। ছোট পর্দায় পা রেখেন অনুষা বিশ্বনাথন, অনুভব কাঞ্জিলালরা। নতুন গল্পে দেখা যাচ্ছে রোহন ভট্টাচার্যকে। তাঁদের সঙ্গে এবার ছোটপর্দায় সাহেব ভট্টাচার্যের ডেবিউ!