রাগারাগিতে ইতি টেনেছেন প্রায় ৯ বছর পর। সদ্য ভাইজান সলমন খানের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে গায়ক অরিজিৎ সিংয়ের। এর মধ্যেই সুখবর। মহালয়ায় একই মঞ্চে দু'জনকে পেতে চলেছে গোটা দেশ। জানা গিয়েছে, শনিবার বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে গান গাইবেন অরিজিৎ। আর দর্শকাসনে থাকবেন বলিউডের ভাইজান।
বিশ্বকাপ শুরুর আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। ১৪ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ। তার আগে একটি জমকালো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই গান গাইবেন অরিজিৎ।
আর এই ম্যাচেই নিজের আগামী ছবি 'টাইগার-৩'-এর প্রচার শুরু করবেন সলমন খান। ফলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভাইজানও। তবে, শুধু সলমন নিন, শনিবার এই অনুষ্ঠানে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। অন্যদিকে, অরিজিতের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন সুখবিন্দর সিংহ এবং শঙ্কর মহাদেবনরাও।