সন্দেশখালির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।এবার সেই ঘটনাই আসছে রুপোলি পর্দায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার। কাস্টও নাকি ঠিক করে ফেলা হয়ে গিয়েছে। তবে, কারা কারা অভিনয় করছে তা এখনও জানা যায়নি।
সন্দেশখালি সিনেমাটি প্রযোজনা করবেন সুমিত চৌধুরী এবং কেওয়াল শেঠি। সৌরভ তেওয়ারি পরিচালিত সিনেমাটির কাজ শুরু হবে ২০২৪ সালের আগস্টে। ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে।
আরও পড়ুন - 'দেশের রাজনীতি একটা বড় সার্কাস, দল বদলটা যেন ইনস্ট্যান্ট নুডলস', বললেন পরমব্রত
চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ নিজের টুইটারে এই ছবির একটি মোশন পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'পরীণ মাল্টিমিডিয়া সন্দেশখালি ঘটনার উপর একটি ফিচার ফিল্ম ঘোষণা করেছে। এই ছবিটি পরিচালনা করবেন সৌরভ তেওয়ারি।'