বাংলার সবচেয়ে বড় বিয়েবাড়িতে সকলকে আমন্ত্রণ জানালেন সন্দীপ্তা সেন। আগামী ১০ মার্চ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই দেখা যাবে সন্দীপ্তার দুর্দান্ত পারফরম্যান্স। আগুনের ত্রিশূল হাতে সন্দীপ্তার নাচের এক ঝলক সামনে এসেছে। যেখানে লাল লেহেঙ্গা আর চোলিতে দেবী দুর্গার একটি রূপ তুলে ধরবেন সন্দীপ্তা।
এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন সন্দীপ্তা সেন। তাঁর মাথা তোলার সময় থাকে না কাজের চাপে। সবে ‘আপিস’ ছবির শ্যুটিং সেরে উঠলেন সন্দীপ্তা, এই মুহূর্তে তিনি রয়েছেন ইউরোপে।
Raima Sen: একই অঙ্গে বোরখা এবং কালী! ‘CAA’ নিয়ে নতুন ছবি রাইমার? পোস্টার ঘিরে বিতর্ক
তবে অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি, দর্শকদের বেজায় পছন্দের সন্দীপ্তার নাচও। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই, একাধিক নাচের ভিডিও চোখ জুড়োবে।