তিনি নবাব কন্যা, কিন্তু হাবে ভাবে তা মালুম পড়ে না বড় একটা। আজ সইফ আলি খান এবং অমৃতা সিং এর কন্যা সারা আলি খানের (Sara Ali Khan) জন্মদিন। ২৭ বছর হল সারার।
স্টারকিড (starkid) হিসেবেই বলিউডে পা রাখা সারার। তবে নিজের প্রতিভা, বুদ্ধিমত্তা আর সপ্রতিভ আচরণে খুব কম সময়েই সকলের মন জয় করে নিয়েছেন সারা। বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মন খুলে কথা বলার মতো পরিণত সারা। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত থাকতে, বা করিনার সন্তান তৈমুর কিংবা জেহ এর সঙ্গে ছবি পোস্ট করতে ভাবতেই হয়না নবাব কন্যাকে।
International youth day 2022: আজ আন্তর্জাতিক যুব দিবস, এই বছরের থিম 'সব বয়সীদের জন্য এক বিশ্ব'
অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। কাজের থেকে ব্রেক পেলেই পায়ের তলায় সর্ষে, কখনও বন্ধুদের সঙ্গে, কখনও আবার পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েন।
লাভ লাইফ? সেও রঙীন। জীবনের প্রথম হিরো সুশান্ত সিং রাজপুত থেকে কার্তিক আরিয়ান, সারার নাম জড়িয়েছে অনেকের সঙ্গেই।