জনপ্রিয় টিভি শো কফি উইথ করণ (Koffee with Karan) নিয়ে নতুন বিতর্ক। হোস্ট করণ জোহরের (Karan Johar) উপর নাকি বেজায় চটেছেন সারা আলি খান (Sara Ali Khan)। সম্প্রতি সারার প্রেম নিয়ে বেঁফাস মন্তব্য করে বসেছেন করণ, তাও আবার ‘কফি উইথ করণ’-মঞ্চেই। তাতেই গোসা করেছেন সারা
তাঁর কফি কাউচে বসে অনেক সম্পর্কের সূচনা হয়েছে। এমনটা বলে উদাহরণ স্বরূপ কার্তিক-সারার নাম নেন করণ। সারার গোসার আসল কারণ এটাই। ‘লাভ আজ কাল’ কো-স্টার কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলি খানের প্রেম নিয়ে জোর গুঞ্জন ছিল একসময়। তবে সেই জল্পনায় কোনওদিনই সিলমোহর দেননি দুই তারকা। পরে দুজনের পথ আলাদা হয়ে যায়।
Ranbir Alia : মুম্বই বিমানবন্দরে সারপ্রাইজ ! রণবীরের বাহুডোরে আলিয়া
সইফ কন্যার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, করণ জোহরের সাম্প্রতিক মন্তব্যের পর খুব আপসেট হয়ে পড়েছেন সারা, করণের উপর বেজায় চটেছেন তিনি। প্রেম জীবন নয়, অভিনয় নিয়েই আলোচনায় থাকতে চেয়েছিলেন সইফ কন্যা।
কফি উইথ করণের সাত নম্বর সিজনেও অতিথি হিসাবে হাজির হবেন সারা। জাহ্নবীর সঙ্গে কফি কাউচ ভাগ করে নেবেন তিনি।