টলিউডের মিস্টার ডিপেন্ডেবল তিনি ছিলেন-ই। সঙ্গে বলিউডেও কাজ করছিলেন চুটিয়ে। এবার তেলেগু ইন্ডাস্ট্রিও পেতে চলেছে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। সেখানেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করলেন কলকাতার 'শবর দাসগুপ্ত'।
শুধু কাজ করেননি। শাশ্বত দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) ছবির সেটে অপেক্ষা করিয়ে রেখেছেন ঘণ্টার পর ঘণ্টা। ব্যাপারখানা কী?
নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতে শুটিং-এর দিন দীপিকা এবং শাশ্বতর কল টাইম কাছাকাছি থাকলেও অভিনেতার ১২ টা শট দেওয়ার পর ডাক পান দীপিকা। ততক্ষণে আট ঘণ্টা পার হয়ে গেছে, তবু এতটুকু বিরক্ত না হয়ে অপেক্ষা করেছেন অভিনেত্রী। আর এই ঘটনায় মুগ্ধ শাশ্বত। রণভির ঘরণীর পেশাদারিত্বএর তারিফ করেছেন মন খুলে।
প্রেম প্রায় এক যুগ পার করল, কেমন আছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? অভিনেতার পোস্টেই পাওয়া গেল আভাস
শাশ্বত-র কন্যা দীপিকা ভক্ত, এই কথা শুনেই নাকি মেয়ের জন্য নিজের অটোগ্রাফ দেওয়া ছবি পাঠিয়েছেন। প্রজেক্ট কে তে অবশ্য দীপিকার পাশাপাশি প্রভাস এবং বিগ বিও রয়েছেন। তবে ছবিতে শাশ্বতকে কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।