আজ ২৬ অগস্ট। ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ ১০২-তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনেই বিক্রমপুরে জন্ম হয় তাঁর। তিনি ছিলেন বাঙালির ঘরের ছেলে। সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় (Film on Bhanu) ।
তাঁর জন্মদিনেই এই বিশেষ খবর দিল প্রযোজনা সংস্থা। পরিচালক সায়ন্তন ঘোষাল বানাচ্ছেন 'যমালয়ে জীবন্ত ভানু' ( New Film Jomaloye Jibonto Bhanu)। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই চরিত্রের প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় আসার পরেই হইচই পড়ে যায় বাঙালি নেটিজেনদের মধ্যে। বিভিন্ন প্রোফাইলের মাধ্যমে তা ঝড়ের বেগে শেয়ার হতে থাকে।
ভানু বাংলার রূপোলি পর্দার জগতে এক অবিস্মরণীয় নাম । যুগের পরিবর্তনে সব কিছু পালটে গেলেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা আজও আগের মতই উজ্জ্বল । যাঁরা তাঁর ছবি দেখেছেন তাঁদের কাছে তো বটেই, এই প্রজন্মের দর্শকদের কাছেও তিনি একইভাবে সমাদৃত।
এখনও চিত্রনাট্য লেখা কিছুটা বাকি। শাশ্বত ছাড়াও থাকবেন আরও অনেকে। কিন্তু এখনও চূড়ান্ত কিছু হয়নি। আগামী বছরের গোড়ার দিকে শুরু হবে শ্যুটিং। এই ছবিতে মূল ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মেক আপেও নিজের জাদু দেখিয়েছেন সোমনাথ কুণ্ডু। রাজা নারায়ণ দেব দায়িত্ব নিয়েছেন সঙ্গীত পরিচালনার।