করোনা(Corona) আক্রান্ত বাহুবলী(Bahubali) খ্যাত 'কাটাপ্পা'(Katappa tests positive for covid-19) ওরফে অভিনেতা সত্যরাজ(Sathyaraj) । চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন তিনি । আপাতত, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।
করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারানটিনেই ছিলেন অভিনেতা । কিন্তু, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৭ জানুয়ারি সন্ধেবেলা তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় । অভিনেতার এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছে, দ্রুত সুস্থ হচ্ছেন তিনি । খুব তাড়াতাড়িই বাড়ি ফিরে আসবেন 'কাটাপ্পা'(Katappa tests positive for covid-19) ।
আরও পড়ুন, Arijit Singh: করোনা আক্রান্ত অরিজিৎ সিংহ, বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে গায়ক
বলিউডে(Bollywood) একের পর এক তারকা করোনা আক্রান্ত হচ্ছেন । শনিবারই গায়ক অরিজিত সিং ও অভিনেত্রী নাফিসা আলি করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে । বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও থাবা বসিয়েছে করোনা । পরিচালক প্রিয়দর্শন ও অভিনেতা মহেশবাবুর পর এবার 'কাটাপ্পা' (Katappa tests positive for covid-19)-কেও ছাড়ল না করোনা ।