দু'দিন ব্যাপী বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল লস অ্যাঞ্জেলাসে (Los Angeles Bengali Film Festival) । সেখানেই এবার সত্যজিৎ রায়কে (Satyajit Ray) একেবারে কাছ থেকে পেলেন প্রবাসী বাঙালিরা । বিদেশের মাটিতে চলচ্চিত্র উৎসবে তিনিই ছিলেন মধ্যমণি, মূল আকর্ষণ । তাঁকে কেন্দ্র করে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়, যেখানে পরিচালকের তোলা অদেখা ছবি,তাঁর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা হয় ।
প্রদর্শনীটির নাম ছিল রে: বিয়ন্ড সেনটেনারি’। সেখানে ছিল ‘সোনার কেল্লা’, ‘গুপীগাইন বাঘ বাইন’ ছবির স্কেচবুক, পরিচালকের তোলা কিছু অদেখা ছবি আর তাঁর ব্যবহৃত ওয়ালেট, পাসপোর্টও-সহ একাধিক জিনিস ছিল । অনুষ্ঠানে হাজির ছিলেন সত্যজিৎ-পুত্র চিত্রপরিচালক সন্দীপ রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অনেকে । নতুন ফেলুদা ইন্দ্রনীলও সামিল হন উৎসবে ।
আরও পড়ুন, Serial TRP: সবাইকে টপকে বেঙ্গল টপার 'জগদ্ধাত্রী', প্রথম আর কে? দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকা
ফেস্টিভ্যালে যে চারটি বাংলা ছবি দেখানো হয়েছে,সেগুলি হল ‘হত্যাপুরি’, ‘মহিষাসুরমর্দিনী’, ‘কাবেরী অন্তর্ধান’ও ‘হোমকামিং’। সন্দীপ রায় জানিয়েছেন, অয়োজকদের উদ্যোগেই প্রদর্শনীর জন্য সত্যজিৎ রায়ের অনেক জিনিস কলকাতা থেকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা হয়েছে ।