টেলিভিশনের জগতে টিআরপি শেষ কথা, এ কথা অস্বীকার করে লাভ নেই। টিআরপি-এর সাপ লুডোর খেলায় সাফল্যের মুখ না দেখলেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাংলা ধারাবাহিক। খুব শিগগির নাকি বন্ধ হতে চলেছে আরও এক ধারাবাহিক।
ধারাবাহিকে কেবলমাত্র পরকীয়া দেখানো হচ্ছে, সিরিয়ালপ্রেমীদের অভিযোগ কিছুটা এমনই।। কাঠগড়ায় শ্বেতা এবং হানি বাফনা অভিনীত ‘সোহাগ জল’। মার্চেই শেষ হতে চলেছে জি বাংলার সম্প্রচার! যদিও এই প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছুই জানা যায়নি। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রবণতা নাকি ভাল চোখে দেখছেন না বাংলার দর্শক।
Aparajita Adhya: মাকে হারালেন অপরাজিতা আঢ্য, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ
TRP এর প্রথম দশে কখনোই ছিল না এই ধারাবাহিক। প্রাইম স্লট হারিয়েছে অনেকদিন আগেই। বয়স মাত্র চারমাস, তারমধ্যেই নাকি এই সিরিয়াল শেষ হওয়ার মুখে।