রুক্মিণী-সহ গোটা টিমই খুব ব্যস্ত ছিলেন শুটিং-এ। হঠাট কী এমন হল, যে শুটিং বন্ধ করতে হল ছবির? ছবির নাম 'বিনোদিনী, এক নটীর উপাখ্যান'।
শুটিং সেটে অধিকাংশই ভাইরাল ফিভারে আক্রান্ত। বন্ধ করে দেওয়া হল শুটিং। পরিচালক রামকমল মুখোপাধ্যায় একটি ফেসবুক পোস্ট করে কলাকুশলীদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
নটী বিনোদনীর লুকে ইতিমধ্যে সাড়া ফেলেছেন রুক্মিণী। বাংলার সাংস্কৃতিক ইতিহাসের উজ্জ্বল এক নামকে পর্দায় বাস্তবসম্মত করে তুলতে কোনও খামতি রাখেননি রুক্মিণী। দু-বছর ধরে চলেছে শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ, বিনোদিনীর সময়কার বাংলার আর্থ-সামাজিক অবস্থ নিয়ে চর্চা।
দেবের নিজের প্রযোজনা সংস্থা রয়েছে ছবির প্রযোজনায়। এবার সুস্থ হয়ে সবাই আবার কবে সেটে ফেরেন, তারই অপেক্ষা।