এখনও তাঁর অনুরাগী ছড়িয়ে আসমুদ্র হিমাচল। এখনও তাঁর ছবির জন্য সপ্তাহের পর সপ্তাহ হাউজফুল থাকে হল। শাহরুখের (Shahrukh Khan) মন্নতে (Mannat) আজ উড়ল তেরঙ্গা।
বাদশা জানালেন, মূলত ছোট ছেলে আব্রাহামের উদ্যোগেই বাড়িতে স্বাধীনতা দিবসের উদযাপন হয়, জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন শাহরুখ-আব্রাহাম এবং গৌরী।
'Jawan' New Song: দু বাহু খুলে চেনা ঢঙে কিং খান, ৯০ দশকের স্মৃতি ফেরালেন শাহরুখ-নয়নতারা
স্বাধীনতা দিবসের দিনটা কিং খানের কাটল পরিবারের সঙ্গেই। পাঠানের সাফল্যের রেশ কাটতে না কাটতেই মুক্তির অপেক্ষায় 'জওয়ান'। ৭ স্পেটেম্বর মুক্তি পাচ্ছে জওয়ান।