সৌদি আরবে ‘ডাঙ্কি’ (Dunki)-র শ্যুট শেষ করে মক্কায় গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর উমরাহ করার একাধিক ফোটো আর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর এখান থেকে তাঁর জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা রয়েছে। ভিডিওতে সাদা ধর্মীয় পোশাকেই দেখা গিয়েছে কিং খানকে।
শাহরুখ খানের ফ্যান পেজের তরফে ছবি শেয়ার করা হয়। যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। সাদা পোশাকে শাহরুখ যখন উমরাহতে যান, অভিনতার সেই অবতার দেখে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।
Mimi Chakraborty: গোরা-পুপের জুটি পর্দাতেই সফল, বাস্তবে মিমির সঙ্গে কথাই বলেন না অর্জুন
একদিন আগেই সৌদি থেকে রাজু হিরানীর ডানকি-র শুট শেষ হওয়ার কথা জানিয়েছেন শাহরুখ। ভিডিওবার্তার মাধ্যমে সকলে ধন্যবাদও জানান বাদশা। ডানকি মুক্তি পাচ্ছে আগামী বছর ডিসেম্বরে। তার আগে ২০২৩ এর জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত পাঠান ছবিটি।