Shamita Shetty Birthday : শমিতাকে অভিনয়ে আসার পরামর্শ দিয়েছিলেন এই ব্যক্তি, এক ঝলকে অভিনেত্রীর বলিউড সফর

Updated : Feb 02, 2022 12:33
|
Editorji News Desk

আজ, ২ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী শমিতা শেট্টির জন্মদিন (Shamita Shetty Birthday) । ২০ বছর আগে 'মোহাব্বতে' (Mohabbatein) সিনেমার মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন শিল্পা শেট্টির বোন । এরপর সিনেমা, ওটিটি (OTT) থেকে বিগবস (Bigg Boss)-এর মতো রিয়্যালিটি শোতে দেখা গিয়েছে তাঁকে । অভিনেত্রীর ৪৩তম জন্মদিনে দেখা নেওয়া যাক তাঁর বলিউড সফর ।

মণীষ মালহোত্রার পরামর্শেই অভিনয়ে আসেন শমিতা

শমিতা শেট্টির জন্ম ম্যাঙ্গালুরুতে । অভিনেত্রী মুম্বইয়ের সিডেনহাম কলেজ থেকে স্নাতক পাশ করেন । তারপরে তিনি মুম্বইয়ের একটি কলেজ থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেন । বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার কাছেই ইন্টার্নশিপ করছিলেন শমিতা । তখনই মণীশ তাঁকে অভিনয়ের পরামর্শ দেন । এরপর বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর ।

প্রথম সিনেমাই একেবারে হিট

শমিতা ব্লকবাস্টার ছবি 'মোহাব্বতে' দিয়ে বলিউডে তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু করেন । এই ছবির জন্য তিনি IFA সেরা ডেবিউ অভিনেতা (মহিলা) পুরস্কারও পেয়েছিলেন । একই বছর 'শরারা শররা' গানে তাঁর পারফরম্যান্স রাতারাতি তাঁকে জনপ্রিয় করে তোলে । ২০০৫ সালে মুক্তি পাওয়া 'জেহের' ছবিতে শমিতার কাজ খুব প্রশংসিত হয় ।

আরও পড়ুন, Shabana Azmi covid positive : কোভিডে আক্রান্ত সাবানা আজমি, জাভেদের থেকে দূরে থাকার পরামর্শ বনি কাপুরের
 

টিভি শো ও ওটিটিতে শমিতা

হিন্দি সিনেমায় সেভাবে কেরিয়ার তৈরি করতে পারেননি শমিতা । তবে বেশ কিছু তামিল, তেলুগু সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী । তবে চলচ্চিত্রে শমিতার কেরিয়ার যখন একেবারে তলানিতে, তখন টেলিভিশনের দিকে ঝোঁকেন তিনি । 'ঝলক দিখলা জা' এবং 'খতরোঁ কে খিলাড়ি'-এর মতো রিয়্যালিটি শো করেন তিনি । কিন্তু, তারপরেও সেভাবে বলিউডে কামব্যাক করতে পারেননি তিনি । আর ওটিটি প্ল্যাটফর্মে 'ব্ল্যাক উইডো'-তে দেখা গিয়েছিল শমিতাকে ।

বিগবস ১৫-এ শমিতা

বিগবস শব্দটি শমিতার জন্য নতুন নয় । আগেও এর অংশ ছিলেন । তবে বোন শিল্পার বিয়ের কারণে তৃতীয় সিজন মাঝপথেই ছেড়ে দেন শমিতা । 'বিগ বস ১৫'-এ, শমিতা শেট্টি অন্যতম শক্তিশালী প্রতিযোগী ছিলেন । কিন্তু, শেষ পর্যন্ত বিগবস-এর ট্রফি জিততে পারেননি । চার নম্বরে শেষ করেন অভিনেত্রী ।

'বিগবস'-এ শমিতা শেট্টি ট্রফি জিততে না পারলেও অনেকের মন জয় করে নিয়েছেন তিনি । তাঁর বয়স থেকে তাঁর অসুস্থতাকে নিয়ে অনেকবার উপহাস করা হয়েছিল । কিন্তু, তারপরেও হাল ছাড়েননি শমিতা । এই কারণে বহু সেলিব্রিটি তাঁকে সমর্থন করেছেন ।

আরও পড়ুন, Bigg Boss 15 Finale: বিগবস ১৫ জিতলেন তেজস্বী প্রকাশ, ট্রফির সঙ্গে পেলেন ৪০ লাখ টাকা পুরস্কার
 

একসময় নাম জড়িয়েছিল এক বিবাহিত অভিনেতার সঙ্গে

শমিতা এখনও বিয়ে করেননি । একটা সময় মনোজ বাজপেয়ীর সঙ্গে শমিতার নাম জড়িয়েছিল । শমিতা মনোজ বাজপেয়ীর সঙ্গে 'ফারেব' এবং 'বেওয়াফা' ছবিতে অভিনয় করেছিলেন । যদিও দু’জনেই এই বিষয়ে মুখ খোলেননি ।

তবে, বর্তমানে অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে সম্পর্কের জন্য শিরোনামে রয়েছেন শমিতা । দুজনের দেখা হয় বিগবস ওটিটিতে । বিগবস-এর ঘর থেকে বের হওয়ার পর দুজনেই তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন ।

Shilpa ShettyShamita ShettyBollywood

Recommended For You

editorji | বিনোদন

মিমির পর নুসরত! আর কোন কোন টলি নায়িকার সঙ্গে রোম্যান্সে মজেছেন শাকিব খান?

editorji | বিনোদন

Rhea Chakraborty: সুশান্ত মামলায় নির্দোষ ঘোষণা রিয়া চক্রবর্তীকে, কিন্তু অপমানের কি ক্লিনচিট হয়?

editorji | বিনোদন

Tele Serial : মিঠিঝোরা-য় এবার ত্রিকোণ প্রেম ! পরিণীতা-তে জোর টক্কর, কোন সিরিয়ালে কী টুইস্ট, জানুন

editorji | বিনোদন

Bollywood Gossip : আমিরের নতুন প্রেমিকা ! কেঁদে ভাসাচ্ছেন ইরা, ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক !

editorji | বিনোদন

Dainee Review : ডাইনি প্রথার বিরুদ্ধে মিমি-র বেঁচে থাকার লড়াই, কেমন হল ওয়েব সিরিজটি ?