ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে একাধিক রেস্তোরাঁয় দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী সারা আলি খানকে। আর তার পর থেকেই শিরোনামে রয়েছেন তাঁরা। তুঙ্গে রয়েছে দু'জনের প্রেমের গুঞ্জন। কিন্তু দুজনের কেউই প্রকাশ্যে জানাননি সম্পর্কের কথা। তবে, এবার সারা প্রসঙ্গে মুখ খুললেন শুভমন।
সম্প্রতি শুভমান প্রীতি এবং নীতি সিমোসের পাঞ্জাবি চ্যাট শো, 'দিল দিয়ান গ্যালান'-এ হাজির হয়েছিলেন। শোতে, ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয় বলিউডের সবচেয়ে উপযুক্ত মহিলা অভিনেতা কে? যার উত্তরে তিনি বলেন সারা।
এরপর জিজ্ঞেস করা হয়, তিনি অভিনেত্রীর সাথে ডেটিং করছেন কিনা? যার উত্তরে তিনি বলেন, 'হতে পারে।' সঞ্চালিকা সোনম তাঁকে ফের জিজ্ঞাস করেন, 'সারা কা সারা সাচ বোলো', যার উত্তরে শুভমান বলেন, 'সারা দা সারা সাচ বল দিয়া।' একই সঙ্গে তিনি বলেন, 'হতে পারে, নাও হতে পারে।'
অগাস্ট মাসে মুম্বইয়ের বাস্তিয়ানে সইফ-কন্যার সঙ্গে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন শুভমন। সেই দৃশ্য চোখে পড়ে এক অনুরাগীর। মোবাইলে রেকর্ড করেন সেই দৃশ্য। তাঁদের একসঙ্গে ডিনার করার ওই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়। এরপর তাঁদের ডেটিংয়ের গুজব ছড়িয়ে পড়ে। সম্প্রতি, আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যাতে দেখা গিয়েছে তাঁরা দু'জন বিমানে আসন ভাগ করে নিচ্ছেন।
সারা আলি খানকে পরবর্তীতে লক্ষ্মণ উতেকারের শিরোনামহীন ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে। এরপরে তাঁর 'গ্যাসলাইট' ইন পাইপলাইন ছবিটিও রয়েছে।