‘রাতে লাম্বিয়া লাম্বিয়া রে, কাটে তেরে সঙ্গেয়া সঙ্গেয়া রে’ এই গানের কথাকেই সত্যি করে সারা জীবনের জন্য কিয়ারার (Kiara Advani) হাতটা শক্ত করে ধরতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। ৭ জানুয়ারি জয়সলমীরের সূর্যগড়ের দুর্গে বসবে সিড-কিয়ারার এলাহী বিয়ের আসর। ‘শেরশাহ’ ছবির শ্যুটিং চলাকালীনই দুজন দুজনের প্রেমে পড়েছিলেন। তাঁদের বিয়ের খবরে যারপরনাই খুশি ‘শেরশাহ’ প্রযোজক শাব্বির বক্সওয়ালা। তিনি মনে করেন, ‘তাঁদের মাথার উপর স্বয়ং বিক্রম বাত্রার আশীর্বাদ রয়েছে।’ জুটিকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক।
Shershaah-Sid-Kiara: 'স্বয়ং বিক্রম বাত্রার আশীর্বাদ রয়েছে সিড-কিয়ারার বিয়েতে', দাবি শেরশাহ প্রযোজকের
উল্লেখ্য, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণির হলদি ও সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে সোমবার। এক ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টু ডে-কে জানিয়েছে, তারকা যুগলের জন্য বিশেষ পারফরম্যান্সের আয়োজন করেছেন তাঁদের পরিবার । এদিন সঙ্গীতে, প্লেলিস্টে রয়েছে কালা চশমা, বিজলী, রঙ্গ সারি, ডিসকো দিওয়ানে এবং নাচনে দে সারে। এই গানে নাচতে দেখা যাবে সিদ্ধার্থ ও কিয়ারাকে ।
৬ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। কিন্তু আচমকাই পিছিয়ে যায় বিয়ের তারিখ । নতুন আপডেট অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তারকা যুগল ।