‘ফটোগ্রাফ’, ‘শেপ অফ ইউ’, ‘পারফেক্ট’ এর মতো বিশ্ববিখ্যাত গানের কন্ঠ তিনি। শেষ এসেছিলেন ২০১৭ সালে, ৬ বছর বাদে দ্বিতীয়বার ভারতের মাটিতে পা রাখলেন এড শিরান। ১৬ মার্চ মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এড- এর কনসার্ট। গত চার মাস আগে থেকেই, খৈয়ের মতো উড়তে শুরু করেছে টিকিট। তার আগে ১২ মার্চ-ই দেশের মাটিতে পা রাখলেন এড। মায়ানগরীতে নেমেই, একটি স্কুলে যান গায়ক। স্কুলের বাচ্চাদের গেয়ে শোনান ‘শেপ অফ ইউ’
ভিডিওটি শেয়ার করে, এড লিখেছেন, ‘আজ সকালে মুম্বাইয়ের একটি স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে পারফর্ম করেছি, খুব মজা পেয়েছি। ভারতে এসেও দারুণ লাগছে!”