প্রতারণার শিকার হলেন গায়িকা কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty) । অভিযোগ উঠেছে, তাঁরই গানের স্কুলের এক কর্মচারীর বিরুদ্ধে । ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম আকাশ ভাণ্ডারী। তাঁর বিরুদ্ধে প্রায় দুই লাখ টাকা প্রতারণার (Kaushiki Chakraborty eas cheated) অভিযোগ উঠেছে ।
পুলিশ সূত্রে খবর, আকাশ গায়িকার স্কুলের দেখাশোনা করতেন । ছাত্রছাত্রীদের থেকে মাসিক ফি নিতেন, অ্য়কাউন্টের দেখভাল করতেন । গায়িকার দাবি, বেশ কয়েকদিন ধরেই তিনি লক্ষ্য করেন যে, স্কুল থেকে যে পরিমাণ আয়, তা আর হচ্ছে না । ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার হয় তাঁর কাছে ।
জানা গিয়েছে, আকাশের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা পড়ত । অভিভাবকরা জানিয়েছেন, আকাশ তাঁদের অন্য একটি অ্যাকাউন্ট নম্বর দেন ।তারপর থেকেই তাঁরা ওই অ্যাকাউন্টেই টাকা পাঠাতেন । পরে জানা যায়, আকাশের ওটা নিজের অ্যাকাউন্ট । যেখানে প্রায় প্রায় ২ লাখ ৩০০ টাকা জমা করেছিলেন তিনি ।
সম্প্রতি, আকাশের বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করেন কৌশিকী । অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের বাসিন্দা বলে জানা গিয়েছে । সেখান থেকেই শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ ।