পৌষমাস গেলে ফের শুরু হবে ভরপুর বিয়ের মরসুম। বলিউড, টলিউড থেকে শুরু করে ছোট পর্দা- বিয়ের সানাই বেজেই চলেছে। সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন সন্দীপ্তা সেন, শ্রীপর্ণা রায়রা। এবার সেই তালিকাতেই জুড়ল ছোট পর্দার আরেক অভিনেত্রীর নাম। ‘উড়ন তুবড়ি’ নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায় নাকি জানুয়ারিতেই বসছেন বিয়ের পিঁড়িতে।
Sweta-Rubel: জানুয়ারিতেই বিয়ে করছেন রুবেল-শ্বেতা! দিনক্ষণ জানিয়ে দিলেন অভিনেতা
নায়ক অর্জুন ওরফে স্বস্তিকের হাতে সদ্য আইবুড়ো ভাত খেলেন সোহিনী। সেসব ছবিও শেয়ার করেছেন স্বস্তিক, আর তাতেই জানা গেল সুখবর। জানা গিয়েছে, চলতি মাসের ২৭ তারিখেই চার হাত এক হতে চলেছে সোহিনী এবং জয়সূর্য। স্কুল জীবন থেকে শুরু হওয়া প্রেম, পেতে চলেছে পরিণতি।