৪ এপ্রিল ছিল অভিনেতা সোহম মজুমদারের জন্মদিন। ইন্ড্রাস্ট্রির অন্দরেই কান পাতলেই শোনা যায় টেলিভিশনের ‘খড়ি’ ওরফে শোলাঙ্কির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা। যত দিন যাচ্ছে ততই নাকি গাড় হচ্ছে তাঁদের বন্ধুত্ব। মাঝে মধ্যেই নায়িকার ইনস্টাগ্রামে দুজনের মিষ্টি মিষ্টি ছবি দেখতে পাওয়া যায়।
অবশ্য এখনও পর্যন্ত পর্দায় তাঁদের একসঙ্গে দেখা মেলেনি। কোথা থেকে তাঁদের বন্ধুত্বের সূত্রপাত জানা যায়নি তাও। ‘বিশেষ বন্ধু’র জন্মদিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন নায়িকা। অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে শোলাঙ্কি লেখেন , “শুভ জন্মদিন। তুমি সারা জীবন এমন পাগলই থেকো, এটাই চাই।” প্রতিক্রিয়া জানাতে হাসির ইমোজি দিয়েছেন সোহম।
এই মুহূর্তে টলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy), টেলিভিশন থেকে বড় পর্দায় তিনি চুটিয়ে কাজ করে চলেছেন ‘খড়ি’। অন্যদিকে কলকাতা মুম্বই সমানতালে সামলাচ্ছেন অভিনেতা সোহম মজুমদার। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘দিলখুশ’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।