দেশে ফের বাড়ছে করোনা, দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজার পার করেছে। মুম্বইয়েও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়তি সতর্কতা নিতে নিজের সাধ অনুষ্ঠান (baby shower cancelled) বাতিল করে দিলেন সোনম কাপুর (Sonam Kapoor)।
আনন্দ আহুজাকে (Anand Ahuja) বিয়ের পর থেকে বছরের বেশ কিছুটা সময় লন্ডনে কাটাতেন অনিল কাপুরের মেয়ে সোনম। এখন মুম্বইয়ের বাড়িতে রয়েছেন সোনম।সেখানেই বোহেমিয়ান থিমে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
কিন্তু মুম্বইয়ের কোভিড পরিস্থিতির জন্য গোটা অনুষ্ঠানটি বাতিল করা হয়। তার বদলে পরিবার ও কাছের বন্ধুদের জন্য বিশেষ লাঞ্চের ব্যবস্থা করেছিলেন সোনম-আনন্দ।
চলতি বছরের মার্চেই সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন সোনম কাপুর। এর আগে লন্ডনে এক প্রস্থ সাধ ভক্ষণের অনুষ্ঠান হয়ে গিয়েছে অনিল-কন্যার।