সদ্য প্রকাশ্যে এনেছেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তারপর প্রথমবার প্রকাশ্যে এলেন সোনাম কাপুর। সঙ্গে স্বামী আনন্দ আহুজাও ছিলেন। আনন্দের মুম্বই স্টোর উদ্বোধন উপলক্ষ্যেই একসঙ্গে দেখা গেল হবু মা-বাবা কে। সোনামের (Sonam Kapoor) বেবি বাম্প স্পস্ট। বলিউডের মম টু বি-র চোখে মুখে মাতৃত্বকালীন জেল্লা।
পাপারাৎজি-দের দেখে খুশিই হলেন দম্পতি, পোজও দিলেন একসঙ্গে। স্টোর উদ্বোধনে ছিলেন অনিল কাপুর, অনশুলা কাপুররা।
মা হতে চলেছেন সোনম কাপুর, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী
২০১৮ সালে বেশ ধুমধাম করে লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজাকে (Anand Ahuja) বিয়ে করেন সোনাম। তারপর থেকে বড় পর্দায় তেমন দেখা না গেলেও, ফ্যাশন ডিভা হিসেবে সোনাম সব সময়ই থেকেছেন পেজ থ্রি-র হট ফেভারিট।