'মিঠাই' শেষ হয়ে গিয়েছে, কিন্তু দর্শকদের কাছে সৌমীতৃষার জনপ্রিয়তা এখনও একই রকম, সকলের কাছে এখনও তিনি প্রিয় ‘মিঠাই রানি’। ভক্তদের ভালবাসা কিছুটা ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেই অভিনেত্রী তা করার আপ্রাণ চেষ্টা করেন, এবারেও তার অন্যথা হল না।
সম্প্রতি এক মিঠাই ভক্ত তরুণ, তাঁর বাবা কোমায় চলে যাওয়ার পর প্রিয় তারকাকে মেসেজ করে বাবার জন্য প্রার্থণা করতে বলেন। অনুরাগীর এমন কঠিন সময়ের কথা জানতে পেরে ইনস্টাগ্রাম মেসেজেই ভরসা জোগান ‘মিঠাই রানি’।
ভক্তকে মিঠাই আশ্বাস দেন, তিনি লোকনাথ বাবার কাছে তাঁর বাবার জন্য প্রার্থণা করবেন। প্রিয় তারকার কাছ থেকে উত্তর পাবেন, আশাও করেননি সেই ভক্ত। মেসেজ পেয়ে আবেগী হয়ে পড়েন সেই ব্যক্তি।
ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় আসছেন অভিনেত্রী। প্রথম ছবিতে ডেব্যু করছেন দেবের বিপরীতে।