বিয়ে হয়েছে সদ্যই, এখন কি আর ছেড়ে থাকা অত সহজ? কিন্তু রুটি রুজির তাগিদে তো অভিনেতা-অভিনেত্রীদের ইতিউতি যেতেই হয়| দর্শনা সুযোগ পেয়েছেন, বাংলাদেশের একটি নাটকে | এর আগে পদ্মাপাড়ের ছবিতেও দেখা গিয়েছে দর্শনাকে | রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় আসছে ‘ইতিবৃত্ত’ নাটকটি, এই নাটকেই অভিনয় করবেন দর্শনা |
Rituparna Sengupta : রেশন দুর্নীতি মামলা, ইডি দফতরে হাজিরা ঋতুপর্ণা সেনগুপ্তের
বুধবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল সৌরভ দর্শনার মিষ্টি মুহূর্তের ছবি| বিদেশ যাচ্ছেন দর্শনা, স্ত্রীকে ছাড়তে ভোর রাতে এয়ারপোর্টে পৌঁছলেন সৌরভ| দর্শনাকে ‘গুড বাই হাগ’ও করতে দেখা যায় সৌরভকে| দর্শনার ট্রলি টেনে স্ত্রীকে গেট অবধি এগিয়েও দেন সৌরভ |