হয়ে হয়েও হচ্ছিল না ! মহারাজের বায়োপিক নিয়ে বাড়ছিল অনিশ্চয়তা। অবশেষে সব জল্পনার অবসান। বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হচ্ছে, এবং দাদার ভুমিকায় দেখা যাবে দাদার পছন্দ রণবীর কাপুরকেই।
হাইভোল্টেজ ছবি, বাজেট ২৫০ কোটি। ছবির শুটিং শুরু খুব শিগগির। এরই মধ্যে রণবীর কলকাতা আসছে বলে সূত্রের খবর। রিল লাইফে নিজের চরিত্রে কাকে দেখতে চেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক? যত বার এই প্রশ্ন করা হয়েছিল, রণবীরের নামই বলেছিলেন সৌরভ। শেষমেশ সেই স্বপ্নই সত্যি হচ্ছে বলে জানা গিয়েছে, যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।
একের পর এক তারকা-পরিচালকের পিছিয়ে আসায় একসময় বিশ বাঁও জলে পড়েছিল সৌরভ গঙ্গপাধ্যায়ের বায়োপিক। পরিচালকের আসনে প্রথমে শোনা গিয়েছিল রজনীকান্ত কন্যা ঐশ্বর্যর নাম। পরে উঠে আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নাম।