২২ গজের বাইরে সঞ্চালনায় ছক্কা হাঁকিয়েছিলেন কবেই। এবার টলি তারকাদের সঙ্গে নাচতেও দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দাদাগিরির মঞ্চ সাক্ষী থাকল এমন বিরল মুহূর্তের। দেব-রুক্মিণীর সঙ্গে তাঁদেরই সিনেমার গান, 'তুই বলব না তুমি'তে নাচতে দেখা গেল মহারাজকে।
দেব-রুক্মিণীর ছবি কিশমিশ মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল, তারই প্রোমোশনে দাদাগিরিতে এসেছিলেন ছবির কলা কুশলীরা। ছবির গানের সিগনেচার স্টেপিং অনায়াসে রপ্ত করে ফেললেন সৌরভ। সেই মুহূর্তের ঝলক ইন্সটায় পোস্ট করেছেন রুক্মিণী।
এর আগে ‘কিশমিশে’র গানে নেচেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
কিশমিশের প্রোমোশন চলছে জোরকদমে। দেব আর রুক্মিণীর রিয়াল লাইফ রসায়ন রিল লাইফে দেখবে বলে মুখিয়ে রয়েছেন দর্শকরা।