নায়ককেন্দ্রিক বলিউডের প্রথম মহিলা সুপারস্টার (First female superstar) বলা হত তাঁকে। শুধু বলিউডই না, ভারতীয় সিনেমারও প্রথম মহিলা সুপারস্টার তিনিই। শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান (Sridevi) নিজের কেরিয়ার শুরু করেছিলেন মাত্র ৪ বছর বয়সে একটি তামিল ছবি দিয়ে। ছবিটির নাম- কন্ধন করুনাল। সাতের দশকে দক্ষিণী ছবিতে একের পর এক সুপারহিট ছবি দিয়ে বলিউডে পা রেখে ১৯৮৩ সালে জিতেন্দ্র'র বিপরীতে 'হিম্মতওয়ালা'তে অভিনয় করার পরে তাঁকে একডাকে গোটা দেশ চিনে নিল 'শ্রীদেবী' (Sridevi) নামে।
যদিও, বলিউডে তাঁর (Sridevi birthday) ডেবিউ হয়েছিল আরও ৪ বছর আগে। ১৯৭৯ সালে। 'সোলভা সাওয়ান' ছবির মাধ্যমে। তবে, 'হিম্মতওয়ালা'-ই তাঁকে প্রতিষ্ঠিত করেছিল হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে। বস্তুত, ওই ছবির পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রীদেবীকে (Sridevi)। সারা দেশ তখন মেতে উঠেছে 'নয়নো মে সপনা'র তালে।
আরও পড়ুন: ফের বাড়ছে কোভিড, স্বাধীনতা দিবসে দেশ জুড়ে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের
জিতেন্দ্র'র সঙ্গে ওই সময় 'জাস্টিস চৌধুরী', 'তোফা', 'মাওয়ালি' সহ মোট ১৬টি ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী (Sridevi)। অভিনয় করেছিলেন সমস্ত প্রথমসারির নায়কের বিপরীতেই। যদিও, সেই নায়করাও শ্রীদেবীর (Happy birthday Sridevi) 'বিপরীতে' অভিনয় করছেন, বিজ্ঞাপন হত এমনভাবেই। এতটাই ছিল তাঁর ক্রেজ!
পরে সিনেমা থেকে অনেকদিন দূরে থাকার পর 'ইংলিশ ভিংলিশ' কিংবা' মম'-এর মত নারীকেন্দ্রিক ছবিতে অসামান্য অভিনয় করে চমকে দিয়েছিলেন সকলকে।
তিনি দেবী আবার তিনিই ডিভা! অগণিত গান সুপারহিট হয়ে গিয়ে আসমুদ্রহিমাচল কাঁপিয়ে দিয়েছে মাসের পর মাস ধরে স্রেফ তাঁর জন্যই। ২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি (Sridevi)। অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার সহ পেয়েছেন প্রায় সমস্ত বড় পুরস্কার। আর, সবথেকে বেশি পেয়েছেন অগণিত ভারতবাসীর হৃদয়ে স্থান।
তিনি শ্রীদেবী। ১৩ অগস্ট তাঁর জন্মবার্ষিকী। কয়েক বছর আগে তাঁর অপ্রত্যশিত মৃত্যুতেও ভক্তদের মনে একফোঁটাও অমলিন হয়ে যায়নি 'মিস্টার ইন্ডিয়া'র নায়িকার অস্তিত্ব।