একসময় টেলিপাড়ার রীতিমতো চর্চিত কাপল ছিলেন রোহন ভট্টাচার্য-সৃজালা গুহ। তারপর সম্পর্কে ভাঙন আসে, সে-ও তো বেশ ক'বছর হল। এবার প্রকাশ্যেই পাত্র খুঁজছেন মন ফাগুনের পিহু? কীসের এত তাড়া? ব্যাপার খানা কী?
নাহ, বিয়ে নিয়ে তাড়া নেই। বাস্তব জীবনে না। পর্দাতেই তাঁর পাত্র চাই। সম্প্রতি হইচইতে প্রকাশ্যে এসেছে একটি পোস্টার। তাতেই সৃজালার চবি দিয়ে ওপরে বড় করে লেখা 'পাত্র চাই'। হইচই মিনি হিসেবে মুক্তি পাচ্ছে ওই নামের একটি ছবি। যার কেন্দ্রীয় চরিত্রে সৃজালা।
১৫ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পাবে 'পাত্র চাই'।