রেগে আগুন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গানের মনোনয়নের তালিকা সামনে এসেছে, নেই তাঁর ছবি 'এক্স ইকুয়ালস টু প্রেমের 'ভালবাসার মরশুম' গানটি। অথচ মনোনয়নের তালিকায় হামি ২ এর তিনখানা গান। সেই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সৃজিত। ফেসবুকেই রাগ উগড়ে দিয়েছেন পরিচালক।
'ভালবাসার মরশুম' গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, মুক্তির পর প্রেমিক প্রেমিকাদের লভ অ্যানথেমও হয়ে উঠেছে। এমন কী ওই অ্যাওয়ার্ড শোয়ের সেরা গায়ক-গায়িকার মনোনয়নের তালিকায় শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং-এর নাম আছে সেই গানের জন্যই। অথচ সেরা গানে মনোনীত নয় 'ভালবাসার মরশুম'। এমন সিদ্ধান্তের জন্য মিরচি নিজেকেই হাসির খোরাক করে তুলেছে বলে দাবি করলেন পরিচালক।
Trina Saha: নীল-তৃণার বিচ্ছেদের জল্পনার মাঝেই গুনগুনের সঙ্গে বিয়ের ছবি পোস্ট অনস্ক্রিন নায়কের
অ্যাওয়ার্ড শোয়ের বিচারকমণ্ডলীতে রয়েছেন ঊষা উত্থুপ, এদিকে তিনিও সেরা গায়িকার বিভাগে মনোনীত! এমন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুললেন সৃজিত মুখোপাধ্যায়।