শাহরুখ খানের অনুরাগীদের জন্য সুখবর! একটা-দুটো নয়, ৪ বছরের বিরতির পর মোট ৬'টি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন কিং খান! তিনটি ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন তিনি। বাকি তিনটিতে অতিথিশিল্পী হিসেবে কাজ করছেন। যে তিনটি ছবিতে অতিথিশিল্পী হিসেবে রয়েছেন বলিউডের 'বাদশা', সেই ছবিগুলি হল- 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা', 'টাইগার থ্রি' এবং 'রকেটারি: দ্য নাম্বি এফেক্ট'। এর সঙ্গে তো তাঁর মুখ্যচরিত্রে অভিনয় করা তিনটি ছবি 'পাঠান', 'ডানকি' ও 'জওয়ান' রয়েছেই।
পাঠান:
যশরাজ ফিল্মসের 'পাঠান' রিলিজ করবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত 'পাঠান'-এ শাহরুখ খান ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। বিগেস্ট অ্যাকশন এন্টারটেইনার হিসেবে অভিহিত করা হচ্ছে এই ছবিকে। ছবিটি হিন্দি ছাড়াও মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়।
ডানকি:
রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খান অভিনীত 'ডানকি' মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর। ইতিমধ্যেই এই ছবির অ্যানাউন্সমেন্ট টিজার ব্যাপক হিট। ছবিটিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু।
জওয়ান:
তামিল পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল জল্পনা। অবশেষে সেই জল্পনা সত্যি করে কয়েকদিন আগেই ছবির অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ করেছেন কিং খান স্বয়ং। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। এই ছবিতে রয়েছেন নয়নতারা।
ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা:
পরিচালক অয়ন মুখার্জির এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই চলেছিল জল্পনা। অবশেষে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র। অভিনয়ে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন। ধর্মা প্রোডাকশনসের এই বহুপ্রতিক্ষীত ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান।
টাইগার থ্রি:
সলমন খানের 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে শাহরুখের খানের অভিনয় করা নিয়ে কথা চলছিল অনেকদিন ধরেই। জানা গিয়েছে, এই ছবির জন্য টানা ১০ দিনের লম্বা শুট করে ফেলেছেন শাহরুখ খান। মনীশ শর্মা পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন বাদশা।
রকেটারি: দ্য নাম্বি এফেক্ট:
ট্রেলারেই দেখা যাচ্ছে টেলিভিশন হোস্টের ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন রকেট সায়েন্টিস্ট নাম্বি নারায়ণের। আর মাধবনের পরিচালক হিসেবে প্রথম ছবি এটি। প্রযোজনাও করেছেন তিনি। এই ছবিতেও ক্যামিও চরিত্রে রয়েছেন কিং খান।