রাজস্থানের সঙ্গে জোরদার ফাইট করেও, ইডেনে ঘরের মাঠে হারতে হয়েছে টিম কলকাতাকে। তবে হারের পরেও দলকে উৎসাহ দিয়ে গিয়েছেন বাদশা। ইডেনে কলকাতার সবকটি ম্যাচেই উপস্থিত ছিলেন কিং। এদিন ভিআইপি বক্সে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দও।
কেকেআর ক্যাপ পরে, দলের জন্য চিয়ার করেছেন দুই তারকা। অভিনেতা-পরিচালক জুটিকে কলকাতার জন্য গলা ফাটাতেও দেখা যায়। এর মধ্যেই, একটি ভিডিও বেজায় ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, জনপ্রিয় গান 'বাদশা ও বাদশাহ'-তে কোমর দোলাচ্ছেন শাহরুখ।
IPL 2024 : বাদশার বুকে বাটলার, ইডেনে ভাইরাল ছবি
এছাড়াও এদিন মাঠে, ক্রিকেট কিংবদন্তি ঝুলন গোস্বামীর সঙ্গে দেখা করতেও দেখা গিয়েছে। ক্রিকেটারকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানান এসআরকে।