সন্ধে হলেই বাঙালি বাড়িতে একের পর এক সিরিয়াল চলতে শুরু করে। একটা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আরেকটা ধারাবাহিক। বছরের শুরুতেই দর্শকদের নতুন উপহার দিল ষ্টার জলসা। রিজওয়ান রাব্বানী শেখ (Rezwan Rabbani Seikh) ফিরছেন জলসার পর্দায়।
এদিন প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’র (Badhua) প্রোমো। রিজওয়ানের নায়িকা নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। ধারাবাহিকের গল্প এগোবে পেখম এবং আবিরকে নিয়ে।
প্রোমোতে দেখা যায় ধারাবাহিকের নায়ক আবিরের বিয়ের কথা চলছে। তখনই, সে জানায় তার পছন্দ পেখমকে। এই বিয়ে নিয়ে সেভাবে কোন আগ্রহই নেই পেখমের। তাঁর মনে কি কোনও চাপা কষ্ট রয়েছে, তা জানতেই দেখতে হবে ধারাবাহিক।