রাজ শুভশ্রীর থেকে কোনও অংশেই কম নয় ইউভানের জনপ্রিয়তা। এখন আর ছোট্টটি নেই সে। ধীরে ধীরে বড় হচ্ছে ইউভান বাবু, সঙ্গে দুষ্টুমিও বাড়ছে। এবার সে ব্যাটম্যান সেজে 'ক্লাইম্ব' করার চেষ্টা করল চেয়ারে। সেই 'দুঃসাহসিক' কাণ্ড ভিডিয়ো করে সকলের সঙ্গে শেয়ার করেছেন শুভশ্রী। এই কাণ্ড দেখে ইউভানকে জিজ্ঞাসা করলেন শুভশ্রী, যে সে মাঙ্কি নাকি ব্যাটম্যান। ইউভান সঙ্গে সঙ্গে জানিয়ে দিল সে ব্যাটম্যান।
Kapil Dev-Rajnikanth: 'লাল সেলাম', দক্ষিণী ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয়ে বিশ্বকাপজয়ী কপিল দেব
'বি কেয়ারফুল' বলে ছেলেকে সতর্কও করতে দেখা যায় শুভশ্রীকে৷ একদিন আগেই পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী স্পাইডারম্যান সেজে ছেলে ইউভানের সঙ্গে খেলা করছিলেন, সেই ভিডিয়োও প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী। এবার দেখালেন ছেলের কীর্তি।