বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল মা-মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে ছবি 'চিনি'। পরিচালক মৈনাক ভৌমিক। এবার চিনির সিকোয়েল আসছে, মৈনাকের হাত ধরেই। চিনি ২-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।
চিনির চরিত্র পর্দায় ফুটিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন মধুমিতা সরকার। পর্দার মা-মেয়ের রসায়ন জমেছিল দারুণ। এবারও মা-মেয়ের চরিত্রে মধুমিতা এবং অপরাজিতা আঢ্য। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 'চিনি ২'-এ নিজের লুকও শেয়ার করেছেন মধুমিতা।
মা-মেয়ের দুষ্টু-মিষ্টি রসায়ন এবার কতটাদর্শকদের মন ভরাতে পারে, তা দেখারই অপেক্ষা।