আজ অভিনেত্রী স্বস্তিকা দত্তর জন্মদিন। গত বছরের থেকে এবারেরটা খানিক আলাদা। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রীর তিন বছরের সম্পর্কে পড়েছে ছেদ। এই সময় জুটিকে আলাদা করা যেত না কখনই। ফুরসৎ মিলতেই তাঁরা বেরিয়ে পড়তেন 'কোয়ালিটি টাইম' কাটাতে। কিন্তু, গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল কদিন ধরেই, আর নাকি সম্পর্কে নেই স্বস্তিকা শোভন। অবশেষে বিচ্ছেদের গুঞ্জনে শিলমোহর দিলেন খোদ স্বস্তিকা। জানালেন তিক্ততা নেই, মিউচ্যুয়ালিই শেষ হয়েছে তাঁদের সম্পর্ক।
Eid Party: জমকালো ইদের পার্টি, সলমন ভগ্নি অর্পিতার বাড়িতে চাঁদের হাট, কে কে এলেন?
২৯ পা দিলেন স্বস্তিকা। শোভনকে ইমোশনালি মিস করেন জানিয়েছেন তিনি। কী করে বলব তোমায়, ভজো গোবিন্দ, বিজয়িনী, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে, এছাড়াও ওটিটিতেও দাপিয়ে কাজ করেছেন তিনি। এই জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন অভিনেত্রী।