১৫ জুলাই । সোমবারের স্বর্ণালী সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়বেন শোভন-সোহিনী । এক বছরের প্রেমকেই পরিণতি দিতে চলেছেন শোভন সোহিনী। এমন দিনেই হঠাৎ গায়ে হলুদের সাজে ভাইরাল স্বস্তিকা দত্তের ছব, যিনি শোভনের প্রাক্তন। তাহলে কি প্রাক্তনের বিয়ের দিনেই নিজেও বিয়ে করছেন স্বস্তিকা?
আসলে তা ঠিক নয়। ‘সাওয়ারে’ নামের একটি মিউজিক ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োর বিষয়, প্রাক্তন প্রেমিক ভুলতে পারেননি প্রেমিকাকে। হাজির হয়েছেন বিয়ের দিনেই। এই মিউজিক ভিডিয়োতে স্বস্তিকার সঙ্গে দেখা গিয়েছে জন ভট্টাচার্যকে। তবে স্বস্তিকা জানিয়েছেন, এই মিউজিক ভিডিয়োটি এখনও দেখা হয়নি তাঁর। তবে জনের সঙ্গে কাজ করে ভাল লেগেছে বলে জানিয়েছেন তিনি।
দিন কয়েক আগে শোভন সোহিনীর বিয়ে নিয়ে স্বস্তিকা জানিয়েছিলেন, তাঁদের শুভেচ্ছা। তবে, শোভনের পর নতুন করে কাউকে মন দিয়েছেন কি না স্বস্তিকা, তা জানা যায়নি । আপাতত, ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছেন তিনি