টিভি সিরিয়ালের (Tele Serial) তিন নায়িকা । তিনজনের মধ্যেই জোরদার টক্কর । বাস্তবে নয় । টিআরপি তালিকায় । গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে, প্রথম তিনে লড়াই চলছে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa), 'জগদ্ধাত্রী' (Jagadhatri)ও 'ফুলকি'-র (Fulki) মধ্যে ।
বারবারই বাজিমাত করছে 'অনুরাগের ছোঁয়া'-র দীপা । স্বস্তিকাকে হারাতে পারছেন না অঙ্কিতা বা দিব্যানি কেউই । সোশ্যাল মিডিয়াতেও তিন নায়িকার বিপুল জনপ্রিয়তা । প্রচুর ফলোয়ার্স । কিন্তু, সেখানে তিনজনের মধ্যে এগিয়ে কে ? দেখে নেওয়া যাক...
'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দীপার ভূমিকায় অভিনয় করছে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) । ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার । ফেসবুকে ৫২ হাজার । সেই তুলনায় দীপার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন 'জগদ্ধাত্রী' অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) । ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৩ লাখ ২২ হাজার আর ফেসবুকে প্রায় ৮০ হাজার ।
আরও পড়ুন, Subhashree Ganguly : বাড়িতে ভূত ! শুভশ্রী বললেন কিউট, ব্যাপারখানা কী ?
তবে, দু'জনের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন 'ফুলকি' দিব্যানি মণ্ডল (Divyani Mondal) । ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি । আর ফেসবুকে ৭, ৪০০ । বোঝাই যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সবথেকে বেশি অঙ্কিতার ।
অনুরাগের ছোঁয়া স্বস্তিকা ঘোষের প্রথম ধারাবাহিক নয় । এর আগে সান বাংলায় বুবলি-তে দেখা গিয়েছে তাঁকে । তবে, পরিচিতি পেয়েছেন' অনুরাগের ছোঁয়া'-র দীপা হয়েই । সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকার প্রথমে থাকা মুখের কথা নয় । তবে, সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার থেকে একটু পিছিয়ে রয়েছেন অভিনেত্রী ।
'জগদ্ধাত্রী' অঙ্কিতার প্রথম ধারাবাহিক । তার আগে টুকটাক মডেলিং করেছেন । তবে, ধারাবাহিক দেখলে বোঝা যাবে, তাঁর অভিনয় দক্ষতা কতটা । বোঝাই যাবে না যে, এটা তার প্রথম অভিনয় । অল্প কয়েকদিনেই জ্যাস সান্যাল দর্শকদের মধ্যে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছেন, তার প্রতিফলন সোশ্যাল মিডিয়া ।
ফুলকি অর্থাৎ দিব্যানি-র এটাই প্রথম ধারাবাহিক । সদ্য পরিচিতি । বাংলার দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন ধীরে ধীরে । তাই ফলোয়ার্স সংখ্যা এখন তুলনামূলক অন্যদের তুলনায় অনেকটাই কম । তবে, দেখা যাবে, কিছুদিনের মধ্যেই ৫০ হাজার পেরিয়ে গিয়েছেন অভিনেত্রী ।