স্বস্তিকা-পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত 'শিবপুর' ছবি নিয়ে মুক্তির আগে থেকেই বিতর্ক। ছবির প্রোমোশন থেরকে নিজেকে দূরেই রেখেছিলেন স্বস্তিকা, প্রেক্ষাগৃহে নিজে ছবি দেখতে গিয়ে আবারও বিস্ফোরক অভিনেত্রী। ছবির এডিটিং এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের পদ নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
Sovan-Baishakhi: ষাটে পা! গোলাপি বেলুন, লাল গোলাপ, ধূমধাম করে শোভনের জন্মদিন পালন বৈশাখীর
ছবিতে পরিচালকের নাম বাদ পড়ে সেখানে প্রযোজকের নাম দেখানো হয়েছে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। যাকে সেটে একদিন শুধু কেক কাটতে দেখেছেন, তাঁর ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়া নিয়ে সোচ্চার হয়েছেন স্বস্তিকা, সঙ্গে এও বলেছেন, ছবিতে প্রচুর ভাল শট নিয়ে শেষমেশ বাদ দেওয়া হয়েছে তা। ছবিটিকে হাতে ধরে নষ্ট করা হয়েছে, দাবি অভিনেত্রীর।
'শিবপুর' ছবিতে এক মাফিয়ার চরিত্রে দেখা গিয়েছে স্বস্তিকাকে।