গ্ল্যামার-স্টারডমের দুনিয়ায় সচরাচর কেউ যেটা করেন না, স্বস্তিকা করেন। স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী ছক ভাঙেন প্রতিনিয়ত। ভক্তদের চমকে দিয়ে স্বস্তিকা পোস্ট করলেন তাঁর মেকআপহীন ছবি। দাগহীন মুখ যে একটা মিথ, বয়স বাড়লে চুলে যে পাক ধরে, এসব লুকনোর চেষ্টাই করেন না স্বস্তিকা।
সিঙ্গল স্বস্তিকা সিঁদুর পরেন ইচ্ছে হলে, সিঁদুর খেলেন। বড় বড় ইভেন্টে ধুতি পাঞ্জাবি পরেন, প্রাক্তনের কথা প্রকাশ্যেই স্বীকার করেন খেয়াল হলে। সব মিলিয়ে সমাজের নানা স্টিরিওটাইপ তিনি ভাঙতেই থাকেন। তাই আলোচনাতেও থাকেন একটু বেশিই।
সম্প্রতি কপালে সিঁদুর পরে মেকআপহীন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টলিপাড়ার ভেবলি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন 'ওম শান্তি ওম' ছবির বেশ নাটুকে একটি সংলাপও।