রেড রোডের কার্নিভালে অংশ নিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ, তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। এর পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। কেন ছবি পোস্ট করেছিলেন, সেই নিয়ে সাফাই দিয়ে আরেকটি পোস্ট করেন স্বস্তিকা, সেই পোস্ট নিয়েই বেশ বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার কার্যত দেবাংশুকেও ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। দেবাংশুর পোস্ট শেয়ার করে নিজের সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লেখেন, তিনি নিজেরটা নিজে বুঝে নিতে পছন্দ করেন।
স্বস্তিকা 'হোক কলরব' আন্দোলনে রাজ্য সরকারের বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন। দেবাংশুর দাবি, সে সময় সরকার স্বস্তিকার সমালোচনা করেনি, অথচ আজ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে অভিনেত্রী পোস্ট করায়, যাকে তাঁরা ট্রোল করছেন, তাঁদের অধিকাংশই বিরোধী দলের সমর্থক। সে কারণেই 'ভয় পেয়ে' প্রথম পোস্টের সাফাই দিয়ে, আবার পোস্ট করতে হয় স্বস্তিকাকে, এমনটাও উল্লেখ করেন দেবাংশু।
Amitabh Bachchan's Birthday: আশিতে অমিতাভ... বিগ বি-র জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে বলিউড
দেবাংশুর পোস্টের প্রেক্ষিতে স্বস্তিকা বলেন, ভয় তিনি পাননা, শুধু নিজেরটা নিজেই বুঝে নিতে পছন্দ করেন।