বর্তমানে ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২ টি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ চলছে। তামিলনাড়ুতে ৩৯ টি লোকসভা আসন দখলের জন্য চলছে নির্বাচন। এদিন ভোটগ্রহণ কেন্দ্রে দেখা মিলল তামিল সুপারস্টার রজনীকান্ত, কমল হাসান, ধনুশ, অজিত কুমারদের, শিবকার্তিকিয়ানরা। বুথে গিয়ে ভোট দেন তাঁরা।
তামিল অভিনেতা অজিত কুমার ভোট শুরুর ২০ মিনিট আগেই ভোটকেন্দ্রে পৌঁছন। সস্ত্রীক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ভোট দেন অভিনেতা। সকাল সকালই ভোট দিয়েছেন থালাইভা রজনীকান্তও। ভোট দেওয়ার পর আঙ্গুল তুলে ভোট মার্ক দেখান তিনি।
Lok Shaba Election 2024 : নামের পাশে লেখা ডিলিট, জলপাইগুড়িতে ভোট দিতে গিয়ে ভোটার জানলেন, তিনি মৃত !
এছাড়াও ভোট দিতে গিয়ে ফ্রেমবন্দি হন দক্ষিণী অভিনেতা ধনুশ। অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।