শুক্রবার সকাল, বলিউড তারকা তাপসী পান্নুর এরকম দিনে বক্স অফিসের ওঠা নামা নিয়ে ভাবার কথা। কিন্তু তাপসী এখন তিলোত্তমায়। আর শুক্রবার একেবারে ভোর থাকতে পৌঁছে গেলেন 'দিদি'র পাড়ায়, মানে কালীঘাট চত্বরে। তাহলে, এর মধ্যে কি কোনও রাজনৈতিক গন্ধ পাচ্ছেন?
আহা, দিদির পাড়া মানে তো কালীঘট মন্দির চত্বরও। সেখানে পুজো সারলেন তাপসী। নতুন ছবি 'দোবারা' মুক্তি পেয়েছে আজই। তারই প্রচারে আগের রাত থেকেই কলকাতায় তাপসী, সঙ্গী একতা কাপুর, পাভেল গুলাটি।
সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মিথালি রাজের বায়োপিক 'সাবাশ মিঠঠু'তে নাম ভুমিকায় দেখা গিয়েছে তাপসীকে। নেটফ্লিক্সে মুক্তি পেতেই ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে গিয়েছে সে ছবি।