তাঁর পরিচালিত ছবি 'ভটভটি' মুক্তি পাবে আগামী অগস্ট মাসে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই ওয়াকিবহালমহলে বেশ জল্পনা শুরু হয়েছে। এবার দীর্ঘ ৮ বছর বাদে ফের ছোটপর্দায় ফিরছেন পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘দেশের মাটি’ ধারাবাহিকে তিনি ছিলেন জনপ্রিয় চরিত্র ‘ডোডোদা’। বিপরীতে ‘উজ্জ্বয়িনী’ ওরফে পায়েল দে (Payel De)। টেলিপাড়ার খবর, এ বার তথাগতকে (Tathagata Mukherjee) দেখা যাবে লীনার ‘ধুলোকণা’ (Dhulokona) ধারাবাহিকে। বিপরীতে মানালি দে ওরফে ‘ফুলঝুরি’। লালন-ফুলঝুরির রসায়ন যখন জনপ্রিয়, তখন ফুলঝুরির বিপরীতে কীভাবে দেখা যাবে তথাগতকে? ধারাবাহিকে কি ত্রিকোণ প্রেম আসতে চলেছে? এই নিয়ে টলিপাড়ায় জোর জল্পনা।
আরও পড়ুন: বহু আগে থেকেই ঐন্দ্রিলাকে চিনত সাগ্নিক, চাঞ্চল্যকর অভিযোগ অভিনেতা সায়কের
চলতি সপ্তাহে রেটিং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে 'ধুলোকণা' (Dhulokona)। এর আগে এই অতি জনপ্রিয় ধারাবহিকটি 'বাংলা সেরা' হয়েছে। দর্শকের আগ্রহ ধরে রাখার জন্য চিত্রনাট্যে আনা হয়েছে একের পর এক মোচড়। চড়ুইয়ের ষড়যন্ত্রে লালনকে হারিয়েছে ফুলঝুরি। বদলে আঁকড়ে ধরেছে তার গানকে। অনেক পরিশ্রমের পরে সে এখন জনপ্রিয় গায়িকা। নানা অনুষ্ঠানে ডাক পড়ে। সেখানে তার গান শোনার জন্য ভিড় উপচে পড়ে! লালন এখন কেবলই তার মেমসাহেবের গাড়ির চালক!
এবার এখানে কোন ভূমিকায় আসতে চলেছেন তথাগত মুখোপাধ্যায়, এখন সেটাই দেখার।