মিঠাই ধারাবাহিক প্রায় শেষের মুখে, এবার সৌমীতৃষা কি নতুন কোনও মেগাতে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলই, এমন সময় এল আরও বড় খবর। মেগা নয়, এবার একেবারে বড় পর্দায় 'মিঠাই', তাও আবার প্রথম ছবিতেই দেবের নায়িকা হচ্ছেন তিনি।
ছবির নাম 'প্রধান'। একেবারে পারিবারিক ছবি। দেব-সৌমীতৃষা ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। অগাস্ট থেকেই শুরু প্রধান-এর শুটিং, আগামী শিতেই মুক্তি পাবে ছবিটি।
প্রথম ছবিতেই দেবের বিপরীতে, কেমন লাগছে 'মিঠাই'-এর? একই সঙ্গে আনন্দ হচ্ছে, আবার নার্ভাসও লাগছে, তবে নিজেকে প্রমাণ করার আরও একটা বড় সুযোগ পেলেন বলেই মনে করছেন অভিনেত্রী।