স্টার জলসায় (Star Jalsha) আসছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Tele Serial Kamala O Sriman Prithwiraj) । ইতিমধ্যে টাইম স্লটও প্রকাশ্যে এসেছে । কার জায়গা নিচ্ছে নতুন ধারাবাহিক ? জানা গিয়েছে, ১৩ মার্চ থেকে সাড়ে ৬টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক । অর্থাৎ 'আলতা ফড়িং' (Alta Phoring)-এর জায়গা নিচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ।
দর্শকদের মনে এখন প্রশ্ন, তাহলে কি শেষ হয়ে যাচ্ছে আলতা ফড়িং ? নাকি ফের একবার সময় পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের ? যদিও সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি । এদিকে বেশ কয়েকদিন টিআরপি তালিকায় ভাল পয়েন্ট থাকলেও, এখন একেবারেই টিআরপি পড়ে গিয়েছে আলতা ফড়িং-এর । সিরিয়ালের প্লটে বড় পরিবর্তন এনেও লাভ হয়নি । সেকারণেও বন্ধ করে দেওয়া হতে পারে ধারাবাহিক । অন্যদিকে, সন্ধে সাড়ে ৬টার প্লট পাওয়ায়, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-কে এবার খেলনা বাড়ির মুখোমুখি হতে হবে । টিআরপি তালিকায় খেলনা বাড়ি উপরের দিকেই রয়েছে । এখন দেখার নতুন ধারাবাহিক সেই জায়গা নিতে পারে কি না । স্বদেশি আন্দোলনের সময়কার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে নতুন ধারাবাহিকের গল্প ।
অন্যদিকে, রামপ্রসাদের প্রোমোও বহুদিন আগেই এসেছে স্টার জলসায় । কিন্তু ধারাবাহিক কবে দেখা যাবে, সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি । মুখ্য চরিত্রে সব্যসাচী চৌধুরীকে দেখার অপেক্ষায় দর্শকরা । খুব শীঘ্রই ধারাবাহিক শুরু হবে বলে খবর ।