এত জল্পনা, এত রহস্যের সমাধান করলেন নিজেই। ‘মৃত্যুর’ খবর রটে যাওয়ার পরেও কার্যত বিতর্ক পিছু ছাড়ছিল না পুনমের। কোনও মৃতদেহ দেখা যায়নি তাঁর। অবশেষে মিথ্যে হল তাঁর মৃত্যু, শনিবার নিজের ইনস্টাগ্রাম থেকে স্বমহিমায় উদয় হলেন পুনম পান্ডে। জানালেন, তিনি বেঁচে রয়েছেন এবং একদম সুস্থ রয়েছেন। পুনম জানান, সার্ভিকাল ক্যান্সার তাঁর না হলেও এই রোগ হাজার হাজার মহিলার শরীরে রয়েছে। এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতেই ফের স্টান্ট পুনমের।
Poonam Pandey: ক্যানসার নয়, অতিরিক্ত মাদক সেবনই পুনমের মৃত্যুর কারণ! সামনে চাঞ্চল্যকর তথ্য
উল্লেখ্য, শুক্রবার গোটা দেশকে হতবাক করে দিয়েছিল অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যু সংবাদ। মাত্র ৩২ বছর বয়সেই প্রিয় অভিনেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। কেননা, তাঁর মৃত্যুর খবর আদৌও সত্যি কী না, তা নিয়ে রহস্য দানা বাঁধছিল। অনেকেই ভেবেছিলেন হয়ত স্পটলাইটে আসার জন্যই এহেন রটনা। শেষমেশ, যেন অনুরাগীদের সেই ধারনাই সত্যি হল।