ব্যান্দ্রায় সমুদ্রের ধারের ফ্ল্যাট, ভাড়া মাসিক প্রায় ৫ লক্ষ টাকা, তবু গত তিন বছর ধরে ফাঁকাই পড়ে ছিল, অবশেষে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ফ্ল্যাটটি নাকি কিনে ফেললেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma)।
আদা এখনও নিজে কিছু জানাননি এ ব্যাপারে, শোনা যাচ্ছে বাড়ির মালিককে নাকি রীতিমতো বেগ পেতে হয়েছে এই বাড়ি বিক্রি করতে। ফ্ল্যাটের চাহিদা ছিল, কিন্তু ২০২০ সালের ১৪ জুন এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ, সে কারণেই বাড়ি ভাড়া নিতে, বা কিনতে গিয়ে পিছিয়ে আসছিলেন সকলেই।
Kurbaan First Look: কুরবান, হাসান আর হিজলের গল্প নিয়ে আসছে অঙ্কুশ, প্রিয়াঙ্কা
মুম্বইয়ে কেরিয়ার গড়ার পর বেশ কয়েক বছর ব্যান্দ্রার এই ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত, বাড়ি ভাড়া ছিল মাসিক ৪.৫ লক্ষ টাকা। এবার সেই বাড়িতেই থাকতে চলেছেন আদা শর্মা।