বাংলা ছবির জন্য দারুণ খবর। দেশের সর্বকালের সেরা দশ ভারতীয় ছবির তালিকায় প্রথম তিনেই বাঙালি পরিচালকের ছবি। সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালিকে সর্বকালের শ্রেষ্ঠ ভারতীয় ছবি হিসাবে বেছে নিয়েছেন বিচারকরা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস-এর ‘ইন্ডিয়া চ্যাপ্টারের একটি সমীক্ষাকে ভিত্তি করে তালিকা তৈরি হয়েছে।পথের পাঁচালির ঠিক পরেই জায়গা পেয়েছে আরও একটি বাংলা ছবি। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। তৃতীয় স্থানটিও বাঙালি পরিচালকের হিন্দি ছবির! মৃণাল সেনের ছবি ভুবন সোমকে সর্বকালের শ্রেষ্ঠ ভারতীয় ছবির তালিকায় তিন নম্বরে রেখেছেন মতদাতারা।
চতুর্থ এবং পঞ্চম স্থানেও নেই কোনও হিন্দি ছবি। আদুর গোপালকৃষ্ণনের মালায়ালম ছবি 'এলিপ্পাথায়াম' রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি 'ঘাটশ্রাদ্ধ'। ষষ্ঠ স্থানে রয়েছে 'গরম হাওয়া'। পরিচালক এম এস সথ্যু।
সপ্তম স্থানে আবারও বাংলা ছবি! সত্যজিৎ রায়ের ‘চারুলতা’। অষ্টম স্থানে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’। নবম স্থানে রয়েছে গুরুদত্তের ‘পিয়াসা’। দশম স্থানে বলিউডের ছবি, বক্স অফিস কাঁপিয়ে দেওয়া ‘শোলে।