সত্যজিৎ না মৃণাল? চলচ্চিত্রপ্রিয় বাঙালির চিরকালীন তর্ক কি আবার গাঝাড়া দিয়ে উঠবে এই শুক্রবার? একইদিনে রিলিজ করছে তিনটি আলোচিত ছবি৷ তার মধ্যে একটির সঙ্গে জুড়ে মৃণাল সেন, অন্যটির সঙ্গে সত্যজিৎ।
কিংবদন্তি মৃণাল সেনের সঙ্গে তাঁর অসমবয়সী বন্ধুত্বের গল্প বুনেছেন অঞ্জন দত্ত, 'চালচিত্র এখন' ছবিতে। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদার নতুন ছবি 'নয়ন রহস্য' নিয়ে আসছেন পরিচালক সন্দীপ রায়। আর দাবাড়ু সূর্যশেখর গাঙ্গুলীর জীবন নিয়ে পরিচালক পথিকৃৎ বসু তৈরি করেছেন 'দাবাড়ু'।
তিনটি ছবি নিয়েই বাংলার দর্শকের মধ্যে বেশ উত্তেজনা রয়েছে। বক্স অফিসে শেষ হাসি কে হাসে, তা বলবে সময়।
১৯৮১ সালে মৃণাল সেনের পরিচালনায় 'চালচিত্র’ ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অঞ্জনের। সেই ছবিতে অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান অঞ্জন। মৃণালের শতবর্ষে 'গুরু'কে তাঁর ট্রিবিউট 'চালচিত্র এখন'। নিজে অভিনয় করেছেন। সেই সঙ্গে
পুত্র নীল দত্তের সঙ্গে প্রযোজনার দায়িত্বও সামলেছেন অঞ্জন। ছবির সঙ্গীত পরিচালকও নীল। অভিনয় করেছেন শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীরা।
সন্দীপ রায়ের নতুন ফেলুদা নিয়েও উৎসাহ তুঙ্গে।
ফেলুদার চরিত্রে অভিনয় করেছেনন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসের চরিত্রে আয়ুষ দাস। জটায়ু ওরফে রহস্যরোমাঞ্চ লেখাক লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিজিৎ গুহ।
এছাড়াও রিলিজ করছে পরিচালক পথিকৃৎ বসুর 'দাবাড়ু'। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির জীবন নিয়ে তৈরি ছবি। প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত.